• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাত পোহালেই ডাকসু’র ভোট

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

রাত পোহালেই অনুষ্ঠিত হবে বহুল আকাঙ্খিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। গুরুত্বের বিচারে বলা যায় পুরো দেশবাসীর দৃষ্টি থাকবে এ নির্বাচনের দিকে। কোন প্যানেল সংখ্যাগরিষ্টতা পাবে বা কোন প্রার্থী জয়লাভ করবে সেটা নিয়ে গত কয়েকদিন ধরে চলছে নানা আলোচনা ও সমীকরণ। তবে শিক্ষার্থী এবং নির্বাচন সংশ্লিষ্টদের মতে, কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় এমন ভোটার বা নীরব সমর্থকদের ভোটেই নির্ধারিত হবে ডাকসু প্রার্থীদের জয়-পরাজয়।

এবারের ডাকসুতে দু’টি স্বতন্ত্র প্যানেলসহ ১০টি প্যানেল নির্বাচনে রয়েছে। তবে আলোচনার শীর্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেলের প্রার্থীরাই। এর বাইরে অন্য প্যানেলের কিছু প্রার্থীও আলোচনায় রয়েছেন।

গতকাল রোববার শেষ হয়েছে ডাকসু নির্বাচনের প্রচারণা। এর আগে টানা ১৩ দিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন কেন্দ্রীয় এবং হল সংসদের প্রার্থীরা। নানাভাবে ভোটারদের কাছে টানার চেষ্টা করেছেন তারা।

এদিকে নির্বাচন পর্যবেক্ষক এবং শিক্ষার্থীদের মতে, মেয়েদের হলের ভোট এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গেই সম্পৃক্ত নয় এমন ভোটাররাই ডাকসু প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারণ করবেন। কেননা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা কাকে ভোট দেবে এটা বেশিরভাগই প্রার্থীর কাছেই অজানা। পাশাপাশি হলের বাইরে থাকে এমন শিক্ষার্থীদের বেশিরভাগই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ত নন। এমনকি হলে থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশও রাজনীতি বিমুখ। এসব নিরপেক্ষ ভোটার আসলে কোন প্যানেল বা প্রার্থীকে ভোট দেবে সে ব্যাপারে কেউ অবগত নন। তবে অভিজ্ঞমহল মনে করছেন, এসব নিরপেক্ষ শিক্ষার্থীদের ভোট যাদের ভাগ্যে জুটবে, জয়ের পাল্লা তাদের দিকেই ভারী হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে এবার প্রার্থী আগের তুলনায় বেশি। এ অবস্থায় একজন ভোটারকে সময় নিয়ে ভোট দিতে হবে। একটু ভুলের জন্য ভোট নষ্টও হতে পারে। এবার ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট। আর হল সংসদে থাকছে এক পৃষ্ঠার ব্যালট। ভোটাররা অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে নিজেদের প্রিয় প্রার্থীকে নির্বাচনের সুযোগ পাবেন। আর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতির ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারবেন।  

প্রার্থী ও পদ কত
নির্বাচন কমিশন সূত্র মতে, এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

যেভাবে দেওয়া যাবে ভোট

ভোট দেওয়ার বিষয়ে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস একটি সচেতনতামূলক ভিডিও চিত্র প্রচার করছে। এতে দেখানো হয়, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রথম বর্ষের শিক্ষার্থী হলে তার লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। পরিচয় নিশ্চিতের পর ভোটারের আঙুলে অমোচনীয় কালির দাগ দেবেন ভোট গ্রহণ কর্মকর্তা।

ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করবেন ভোটার। এরপর পোলিং কর্মকর্তাকে ভোটার নম্বর জানাতে হবে। ব্যালট নিয়ে ভোটার প্রবেশ করবেন গোপন ভোট কক্ষে। ব্যালট পেপার থেকে পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর খুঁজে বের করবেন ভোটার।
 
ঘরের বাইরে দেওয়া যাবে না দাগ

এরপর পছন্দের প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দেবেন ভোটার। খেয়াল রাখতে হবে, ক্রস চিহ্নটি যেন ঘরের বাইরে না যায়। পছন্দের প্রার্থীকে ভোটদান শেষে ব্যালট বাক্সে ব্যালট পেপার জমা দেবেন ভোটার। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য দুটি আলাদা ব্যালট বক্স থাকবে। ব্যালট পেপার ভাঁজ না করে সেগুলো নির্ধারিত বাক্সে ফেচভ ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এ ব্যাপারে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ জানিয়েছেন, আমরা নারী শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থীসহ সবাইকে উৎসাহিত করেছি। আমাদের পরিকল্পনা জানিয়েছি। সবার কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। আশা করছি তাদের ভোট পেয়েই আমরা জয়লাভ করবো।

অন্যদিকে ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে মেয়ে শিক্ষার্থী এবং অরাজনৈতিক ভোটার। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, অনাবাসিক শিক্ষার্থী, নারী শিক্ষার্থী ও জগন্নাথ হলের শিক্ষার্থী জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এদের মধ্যে ২০ হাজারের মতো শিক্ষার্থী হলে অবস্থান করছেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার হামলা
ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার হামলা
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে ভোট গণনা
এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে ভোট গণনা