• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এক বছরেও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হয়নি: এনামুল হক

সিলেট প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পি.এম.
বিয়ানীবাজার উপজেলার জনসভায় ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতনের এক বছরেও দেশে কাঙ্খিত স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হয়নি। যা জাতির জন্য দুঃখনজনক।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট বিয়ানীবাজার উপজেলার চারখাই পশ্চিমবাজারে চারখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. এনামুল হক বলেন, প্রশাসন থেকে শুরু করে সকল স্তরে এবং দেশের সর্বত্র অরাজকতা বিরাজ করছে। একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই অন্তর্বর্তীকালিন সরকার ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। অন্যথায় ফের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হবে।

বিয়ানীবাজার বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভা

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে সুসংগত করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। সকল বৈষম্য দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছেন। সেই ৩১ দফার পক্ষে গণতন্ত্রকামী মানুষের ব্যাপক সমর্থন সৃষ্টি হয়েছে। দেশে ৩১ দফার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ফেব্রুয়ারীতে নির্বাচনের বানচালের যে কোন ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দিতে হবে।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শিপুল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছায়েক আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিয়ানীবাজার উপজেলা, চারখাই ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক তাতি বিষয়ক সম্পাদক ও  বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি অহিদ আহমেদ তালুকদার, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ বকসী, মহানগর বিএনপির সাবেক সদস্য এমরান আহমেদ, বিএনপি সৌদী আরব জেদ্দাহ  আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, শেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা শামেল আহমেদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ সামাদ তাফাদার বাবেল, চারখাই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান, চারখাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন খন্দকার, চারখাই ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিলাল আহমদ চৌধুরী ও ছাত্রদল নেতা আজাদুর রহমান রানা প্রমূখ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
রাজশাহীর গুদামে গুদামে পচা চালের পাহাড়
রাজশাহীর গুদামে গুদামে পচা চালের পাহাড়