• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটারদের যে পরামর্শ দিলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ এ.এম.
সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এর আগে শিক্ষার্থীদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান, কোরাম, ক্লাব, অঞ্চল বা ব্যক্তিগত পছন্দ নয়-বরং বিবেকের দৃষ্টিতে সবচেয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিতে।

সারজিস আলম লেখেন, “নাজিরাবাজার, স্টার কাবাব, এলাকা, ডিপার্টমেন্ট, ক্লাব কিংবা অভিনব কোরাম-সবকিছু আজ রাত পর্যন্তই মনে রাখবেন। কিন্তু ভোট দেওয়ার সময় বেছে নেবেন সেই মানুষটিকে, যিনি বিবেকবোধ থেকে ওই পদে সবচেয়ে যোগ্য।”

তিনি আরও বলেন, “একজন প্রার্থীর সিজিপিএ বা একাডেমিক দক্ষতা নয়, বরং নেতৃত্ব দেওয়ার সাহস, দায়িত্ববোধ এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার ক্ষমতাই আসল বিষয়। এখানে একাডেমিশিয়ান নয়, ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নিতে হবে।”

এনসিপি নেতা জানান, প্রকৃত নেতা তিনিই-যিনি সরকার পরিবর্তনের পরও ছাত্রদের অধিকার রক্ষায় আপসহীন থাকবেন এবং যৌক্তিক দাবিতে ক্ষমতার মুখোমুখি দাঁড়াতে সাহস দেখাবেন।

ফেসবুক পোস্টে তিনি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন, নির্বাচনী ইশতেহার ও বাস্তবায়নের মধ্যে অনেক ব্যবধান থাকে। তাই ভোট দেওয়ার সময় বিবেক ও ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান সারজিস আলম।

তার ভাষায়, “ডাকসুতে ভোট দেওয়ার সময় যতটুকু ন্যায়ের পক্ষে দাঁড়াবেন, আগামীর বাংলাদেশ থেকেও নিজের প্রতি ততটুকুই ন্যায় প্রত্যাশা করবেন।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণ যা সমর্থন করে তার বাইরে বিএনপি যাবে না : তারেক রহমান
জনগণ যা সমর্থন করে তার বাইরে বিএনপি যাবে না : তারেক রহমান
আ.লীগের আসল বিচার করবে বিএনপি সরকার : দুদু
আ.লীগের আসল বিচার করবে বিএনপি সরকার : দুদু
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাথে গণঅধিকার পরিষদের বৈঠক
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাথে গণঅধিকার পরিষদের বৈঠক