সুন্দরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন


গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান ও সুন্দরগঞ্জ ডিরেক্টরি বইয়ের মোড়ক উন্মোচনের মাধ্যমে। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাছিমা আখতার বানু, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আকন্দ, যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রামদেব শেখ খবির উদ্দিন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ খবির উদ্দিন, শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মিজানুর রহমান মিজান এবং আমার বাংলাদেশ পার্টির উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, মোছাঃ সালাম বেগম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়কারী লুৎফর রহমান বকশি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক নুর আলম মিয়া নুর, পৌর জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শারমিন আক্তারসহ অনেকে।
আলোচনা শেষে সুন্দরগঞ্জ ডিরেক্টরি বইয়ের মোড়ক উন্মোচিত হয় এবং ১৫ জন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
ভিওডি বাংলা/ এমএইচ