• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রে চুরি করতে গিয়ে ধরা পড়ল ভারতীয় নারী

আন্তর্জাতিক ডেস্ক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি পরিচিত ডিসকাউন্ট স্টোর টার্গেটে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন এক ভারতীয় নারী। ঘটনাটি চলতি বছরের ১৫ জানুয়ারি ঘটে, যদিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভিডিওতে দেখা যায়, পুলিশ তাকে প্রশ্ন করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন এবং শ্বাস নিতে সমস্যায় পড়েছিলেন। পুলিশ তাকে শান্ত করে বলেন, “বড় করে নিঃশ্বাস নিন, এভাবে কাঁদতে থাকলে আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি না।”

প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি ইংরেজি ভালো বলতে পারেন না এবং তার মাতৃভাষা গুজরাটি। শারীরিক কোনো অসুস্থতা নেই বলেও জানিয়েছেন।

দোকানের কর্মীরা জানিয়েছেন, ওই নারী নিয়মিত ক্রেতা হলেও এবারই প্রথম চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি বিভিন্ন আইল থেকে অনেক ধরনের পণ্য একটি কার্টে ভরে মূল্য পরিশোধ না করে দোকান থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন। পরিকল্পনা ছিল, পণ্যগুলো পরে বিক্রি করা। পুলিশ তাকে জানান, এ ঘটনায় তাকে আদালতে হাজিরা দিতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ইলিনয়ের আরেকটি টার্গেট স্টোর থেকেও প্রায় ১১ লাখ টাকার সমমূল্যের পণ্য চুরি করার অভিযোগে আরেক ভারতীয় নারী আটক হন। সাত ঘণ্টা ধরে কার্টে পণ্য ভরে তিনি মূল্য পরিশোধ না করে বের হওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশ তাকে আটক করলে তিনি বলেন, “যদি ভুল হয়ে থাকে, আমি দুঃখিত। আমি এই দেশের নাগরিক নই।” পুলিশ জবাব দেন, “ভারতে কি চুরি করার অনুমতি আছে? আমার মনে হয় না।” পরে তার হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল
নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল
ভারত-বাংলাদেশ সীমান্তে ৭ কোটি টাকার সোনা জব্দ
ভারত-বাংলাদেশ সীমান্তে ৭ কোটি টাকার সোনা জব্দ
ক্ষমতাসীন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো জনতা
ক্ষমতাসীন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো জনতা