• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিরাপত্তাজনিত কারণ

নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

মূলত স্থানীয় সময় দুপুরের পর থেকে আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

ত্রিভুবন বিমানবন্দরের মহাব্যবস্থাপক হংসরাজ পাণ্ডে জানান, দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কোঠেশ্বর এলাকায় ধোঁয়া দেখা দেওয়ার পর থেকেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তিনি বলেন, “বিমানবন্দর বন্ধ করা হয়নি, আমরা সেটি করবও না।”

তবে চলাচলে সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না, ফলে কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারছে না। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বুদ্ধ এয়ারসহ দেশীয় বিমান সংস্থাগুলো সব ফ্লাইট স্থগিত করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী
বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী
ভারত-বাংলাদেশ সীমান্তে ৭ কোটি টাকার সোনা জব্দ
ভারত-বাংলাদেশ সীমান্তে ৭ কোটি টাকার সোনা জব্দ
ক্ষমতাসীন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো জনতা
ক্ষমতাসীন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো জনতা