কুড়িগ্রামে বাল্যবিবাহ রোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত


বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশুর অধিকার ও সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত এলাকা করণে আলোচনা ও করণীয় বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ আজিজুল হক, এপি ম্যানেজার প্রেরণা চিসিম, প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জিব গাইন, প্রোগ্রাম কোয়ালিটি এসুরেন্স কামরুল হাসান, স্পেশালিস্ট লাইভলিহুড টেকনিক্যাল অফিসার তাহমিদুর রহমান প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যানসহ ইমাম, যুব ফোরামের সদস্য, শিশু ফোরামের সদস্য, কাজীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় বাল্যবিবাহ নিরসনের লক্ষ্যে কি ভাবে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান ।
ভিওডি বাংলা/ এমএইচ