সিঙ্গাপুরকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের


এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে টানা দুই ম্যাচ হেরে বিদায়ের পথে থাকা বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে। এই ম্যাচে গোল করেছেন ফাহমিদুল ইসলাম, মহসিন আহমেদ, আল আমিন এবং শেখ মোরসালিন।
মঙ্গলবার (৯ আগস্ট) ভিয়েতনামে সিঙ্গাপুরকে ৪-১ গোলে জয়লাভ করেছে বাংলাদেশ। এই ম্যাচে একটি করে গোল করেছেন ফাহমিদুল, মহসিন আহমেদ, আল আমিন ও শেখ মোরসালিন।
এদিন ম্যাচের প্রথমার্ধ কোনও গোল হয়নি। বিরতির পর ফাহামিদুল ইসলাম নামলে আক্রমণে ধার বাড়ে। শেষ ২০ মিনিটে হয়েছে ৫ টি গোল! ৭০ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। সতীর্থের পাসে ফাহামিদুল ইসলাম বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দৃষ্টিনন্দন গোলটি করেন।
এ সময় ডিফেন্ডাররা চেষ্টা করেও তাকে আটকাতে পারেননি। দুই মিনিট পর বাংলাদেশ পায় দ্বিতীয় গোল। একক প্রচেষ্টায় বক্সে ঢুকে দেখেশুনে ডানপায়ের কোনাকুনি শটে আল আমিন গোলকিপারকে পরাস্ত করেন।
৮০ মিনিটে মহসিন আহমেদ বক্সে ঢুকে ফাঁকা পোস্টে তৃতীয় গোল করে বাংলাদেশকে আরও এগিয়ে নেন। ৮২ মিনিটে চতুর্থ গোল পায় বাংলাদেশ। এক ডিফেন্ডারকে কাটিয়ে শেখ মোরসালিন বক্সের বাইর থেকে দারুণ এক শটে জাল কাঁপান। যোগ করা সময়ে খাইরিন নাদিম শোধ দেন এক গোল। তার পরেও ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই টুর্নামেন্টের বিগত দুই আসরে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। জয় তো দূরের কথা গোল পায়নি। আজকের জয়টি অনেক দিন পর এসেছে। বাফুফের প্রত্যাশা ছিল এবার বাংলাদেশ এএফসি’র মূল আসরে খেলবে।
গত দুই আসরে বাংলাদেশ এই টুর্নামেন্টে কোনো জয় পায়নি। আজকের জয়ের মাধ্যমে দীর্ঘদিন পর বাংলাদেশ একটি জয় অর্জন করলো। বাফুফের প্রত্যাশা ছিল এএফসির মূল আসরে খেলতে পারা, তাই এবার প্রথমবারের মতো ২৩ সদস্যের দলকে বাহরাইনে পাঠানো হয়েছিল। যদিও প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখা যায়নি, শেষ ম্যাচের এই জয় দলের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনে।
ভিওডি বাংলা/জা