পিরোজপুর জেলা লেবার পার্টির আহবায়ক ফজলুর রহমান আর নেই


পিরোজপুর জেলা লেবার পার্টির আহবায়ক মো.ফজলুর রহমান ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২:৪০টায় পিরোজপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মোঃ ফজলুর রহমান ছিলেন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী, দল ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে লেবার পার্টি একজন অভিজ্ঞ ও কর্মীবান্ধব সংগঠককে হারালো।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ভিওডি বাংলা/ এমএইচ