• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিরোজপুর জেলা লেবার পার্টির আহবায়ক ফজলুর রহমান আর নেই

পিরোজপুর প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পি.এম.
লেবার পার্টির আহবায়ক মো.ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

পিরোজপুর জেলা লেবার পার্টির আহবায়ক মো.ফজলুর রহমান ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২:৪০টায় পিরোজপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মোঃ ফজলুর রহমান ছিলেন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী, দল ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে লেবার পার্টি একজন অভিজ্ঞ ও কর্মীবান্ধব সংগঠককে হারালো।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টার্গেট কিলিংয়ের জন্য তালিকায় ৭০ জন
মির্জা আব্বাসের অভিযোগ টার্গেট কিলিংয়ের জন্য তালিকায় ৭০ জন
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আয়োজন
খালেদা জিয়ার চিকিৎসা সেবা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আয়োজন
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে