• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঝালকাঠিতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৪টায় জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন।

র‌্যালিটি শহরের ফায়ার সার্ভিস চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুফ জুয়েল। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু, সদস্য অনিকা দাসসহ জেলা, পৌর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া রাজাপুর উপজেলা সভানেত্রী মাহমুদা বেগম, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দও র‌্যালিতে যোগ দেন। তাদের অংশগ্রহণে শোভাযাত্রা আরও বর্ণাঢ্য হয়ে ওঠে।

নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এ সংগঠন সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা আরও জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় যুবদলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পন্ন
ভাঙ্গুড়ায় যুবদলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পন্ন
জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও
জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা