• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘জামায়াতি প্রশাসন’ এর জবাব দিলেন ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পি.এম.
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, তিনি কোনো দলের সঙ্গে জড়িত নন এবং কখনো রাজনীতি করেননি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রদল নেতাদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সেদিন বিকালে সিনেট ভবনে এক সভা চলাকালে আকস্মিকভাবে ঢুকে পড়েন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জামায়াত-শিবির নেতাকর্মীদের জড়ো করা হয়েছে। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এসময় এক ছাত্রনেতাকে টেবিল চাপড়াতেও দেখা যায়।

ছাত্রদল নেতারা উপর্যুপরি প্রশ্ন করলে উপাচার্য জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ছাত্রদল নেতারা তার ব্যাখ্যা মানতে অস্বীকৃতি জানান।

সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপাচার্যকে উদ্দেশ করে বলেন, “আজকের পর আনুষ্ঠানিকভাবে আপনাকে ‘জামায়াতি প্রশাসন’ হিসেবে আখ্যা দিলাম। আপনি যদি ব্যবস্থা না নেন, তাহলে আমরা আর কোনো সহযোগিতা করব না।”

জবাবে উপাচার্য বলেন, “আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি।”

ঘটনাস্থলে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক—পদার্থবিজ্ঞানের সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবি'র লালন শাহ্ হল সংস্কারে ছাত্রশিবিরের ২০ দফা দাবি
ইবি'র লালন শাহ্ হল সংস্কারে ছাত্রশিবিরের ২০ দফা দাবি
‘সাজিদকে ইবি শিক্ষার্থীরাই হত্যা করেছে’ তদন্তে সিআইডির ধারণা
‘সাজিদকে ইবি শিক্ষার্থীরাই হত্যা করেছে’ তদন্তে সিআইডির ধারণা
সাজিদ হত্যার বিচার দাবিতে ইবিতে প্রতীকী লাশ মিছিল
সাজিদ হত্যার বিচার দাবিতে ইবিতে প্রতীকী লাশ মিছিল