মোজাম্বিকে বিএনপির প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


আফ্রিকা মোজাম্বিক শিমুই শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ই আগষ্টের শহিদের স্বরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত আলোচনা সভায় আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক প্রবাসী মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আফ্রিকা মোজাম্বিক বিএনপির প্রতিষ্টাতা আহবায়ক আব্দুল গফুর,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক মোঃ ওমর কাজী।
উদ্বোধক ছিলেন- আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন- আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক আলমগীর, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক সিরাজুল ইসলাম, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক খোরশেদ আলম, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক নেজাম উদ্দিন চৌধুরী, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক মোঃ ইমতিয়াজ ইউছুপ রনি, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক মোঃ ইউছুপ (রাজু), আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক মোহাম্মদ হিরো চৌধুরী, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক আবদুস গপুর রুবেল, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক মোঃ তৌহিদুল ইসলাম, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক হুমায়ুন কবির, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক মোজাম্মেল হক, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক আবুল কালাম, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক লারসুল আলম, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক ওবাইদুল হক সাদ্দাম, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক মোঃ ইলিয়াস আজাদ, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক আবদুল্লাহ, আফ্রিকা মোজাম্বিক বিএনপির সংগঠক আবদুর রহিম সহ শিশুবক্তা রহিমা হক তানহা এবং নুরুল হক মোহিন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির জম্ম না হলে বাংলাদেশের মানুষ অন্ধকারে থাকত। আজ বাংলাদেশের মানুষ বিএনপির উপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
ভিওডি বাংলা/ এমএইচ