• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত

টানা কয়েক দিন আটকে থাকার পর আজ দেশে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল ও বাংলাদেশ-নেপাল ম্যাচ কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালেই নেপালের ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ দল। সাড়ে ১১টার পর তারা বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন। একই ফ্লাইটে দেশে ফিরবেন ক্রীড়া সাংবাদিকরাও।

বাফুফে, কাঠমান্ডুতে বাংলাদেশের দূতাবাস ও সরকারের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সময়ে দলটি দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ দল দুইটি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর নেপালে সরকারপতন আন্দোলন শুরু হওয়ায় ৯ সেপ্টেম্বরের খেলা বাতিল হয়। ৯ সেপ্টেম্বরই দেশে ফেরার চেষ্টা করলেও বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে দল ও সাংবাদিকরা গত দুই দিন হোটেলে আটকে থাকেন।

সম্প্রতি দেশটিতে ছাত্র ও জনগণের আন্দোলনে সরকার পতনের কারণে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে ১০ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ ছিল। ফ্লাইট পুনরায় চালু হলে বাফুফে আজ দলের দেশে ফেরা নিশ্চিত করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিঙ্গাপুরকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
সিঙ্গাপুরকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
অচল কাঠমান্ডু, বাংলাদেশের  প্রীতি ম্যাচ বাতিল
অচল কাঠমান্ডু, বাংলাদেশের প্রীতি ম্যাচ বাতিল
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আফগানিস্তান-হংকং
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আফগানিস্তান-হংকং