মেক্সিকোতে গ্যাসবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৪, আহত ৯০


মেক্সিকো সিটির দক্ষিণ-পূর্বাঞ্চল ইস্তাপালাপা-চালকো সীমান্তে গ্যাসবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও ৯০ জন আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণের পর আশপাশের গাড়িগুলোও আগুনে পুড়ে যায়। ড্রোন ফুটেজে দেখা গেছে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর।
মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিভিল প্রটেকশন প্রধান মিরিয়াম উরসুয়া জানিয়েছেন, বেশ কয়েকজনের শরীরে মারাত্মক দগ্ধের চিহ্ন রয়েছে। নিরাপত্তা মন্ত্রী পাবলো ভাজকেস জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে মানুষ জ্বলন্ত গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কারটিতে প্রায় ৫০ হাজার লিটার তরল গ্যাস ছিল। দুর্ঘটনায় অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয়রা এই বিস্ফোরণকে ২০১৯ সালের হিদালগো রাজ্যের গ্যাস পাইপলাইন দুর্ঘটনার সঙ্গে তুলনা করছেন, যেখানে ১৩৭ জন প্রাণ হারিয়েছিলেন। ইস্তাপালাপা মেক্সিকো সিটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা, এখানে প্রায় ১৮ লাখ মানুষ বসবাস করেন।
ভিওডি বাংলা/জা