• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উত্তীর্ণ ৩১২০ চিকিৎসক

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গত ১৮ জুলাই এই বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়; আর ফল প্রকাশ হয় ২০ জুলাই।

এতে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন উত্তীর্ণ হয়েছেন। 

এদিকে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট পূরণে এই বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসরকারি স্কুল-কলেজের সভাপতি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিত
বেসরকারি স্কুল-কলেজের সভাপতি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিত
নতুন কর্মসূচি ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের
নতুন কর্মসূচি ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের
সেই অভিযুক্ত মাহিরকে থানায় দিলেন মা
সেই অভিযুক্ত মাহিরকে থানায় দিলেন মা