জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের পর ছাত্রদল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি রাত সোয়া ৯টায় নতুন কলা ভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর পর্যন্ত চলে।
ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে “বয়কট বয়কট, জাকসু বয়কট” এবং “প্রহসনের জাকসু, বয়কট বয়কট” সহ নানা স্লোগান দেন। মিছিলে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা অংশ নেন।
একজন ছাত্রদল নেতা অভিযোগ করেন, ১২ হাজার ভোটারের বিপরীতে ১৫–১৭ হাজার ব্যালট ছাপানো হয়েছিল। অতিরিক্ত ব্যালট ছাত্রশিবির ও ছাত্রী সংস্থাকে পোলিং এজেন্টের মাধ্যমে সরবরাহ করা হয়। ভোট কেন্দ্রে দুই ঘণ্টা ধরে তাদের পোলিং এজেন্টদের প্রবেশ বাধা দেওয়া হয়, বিশেষ করে নারীদের পোলিং এজেন্টদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। জাহানারা ইমাম, ফজিলাতুন্নেসা, রোকেয়া ও কবি নজরুল হলে মব সৃষ্টি করে পোলিং এজেন্টদের বাধা দেওয়া হয়, যার পেছনে বিশ্ববিদ্যালয়ের একটি গোষ্ঠীর শিক্ষকরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
এবারের জাকসু নির্বাচনে মোট ১১,৯১৯ ভোটার ছিলেন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ প্রার্থী। নির্বাচনে বামপন্থি, ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত ৮টি প্যানেল অংশ নেয়। তবে কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করেছে।
ভিওডি বাংলা/ আরিফ