৪ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, সারাদেশে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গক্রমে পূর্বাভাস:
রোববার (১৪ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (১৭ সেপ্টেম্বর): দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
ভিওডি বাংলা/জা