• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজায় ইসরায়েলের হামলা চলছেই, নিহত ৬৪,৭৫৬

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা চলছেই। সর্বশেষ ঘটনায় কমপক্ষে ৩৮ ফিলিস্তিনি নিহত হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪,৭৫৬ জনে। আহত হয়েছেন আরও ১,৬৪,০৫৯ জন।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলার ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়েছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে আরও ১৪ জন নিহত ও ১৪৩ জন আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৭৯ জন, আহত ১৮,০৯১ জন।

এছাড়া অপুষ্টি ও অনাহারে আরও দুই ফিলিস্তিনি মারা গেছেন, যার মধ্যে একটি শিশু। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ক্ষুধা-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৩ জনে, যার মধ্যে ১৪৩ শিশু।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এ বিপর্যয় সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা থেমে নেই, যা বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইতে বাধ্য করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতে ইসলামী 'একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না'
জামায়াতে ইসলামী 'একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না'
রাশিয়ার ড্রোন আক্রমণ ভুল হতে পারে না : পোল্যান্ড
রাশিয়ার ড্রোন আক্রমণ ভুল হতে পারে না : পোল্যান্ড
এবার নেতানিয়াহুকে নিয়ে ‘সন্দেহ’ ট্রাম্পের
এবার নেতানিয়াহুকে নিয়ে ‘সন্দেহ’ ট্রাম্পের