শিরখাড়ায় ছাদ থেকে ফেলে রাজমিস্ত্রির মৃত্যু


মাদারীপুর শিরখাড়া ইউনিয়নের সিপাইবাড়ী মোড়ে নির্মাণকাজ চলাকালে এক রাজমিস্ত্রির মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ববিরোধের জেরে ওই রাজমিস্ত্রিকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন তার সহকর্মী।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামালের বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় মিস্ত্রিটি কিছুক্ষণের মধ্যে মারা যান। তবে বাড়ির মালিক জামাল দাবি করেছেন, আহত রাজমিস্ত্রি এখনও চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর জামাল ও আরও কয়েকজন মিলে আহতকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের আশঙ্কা, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে মৃতদেহ গোপনে সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাহাদাত হোসেন ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি লিখিত অভিযোগ গ্রহণ করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ভিওডি বাংলা/ এমএইচ