পাংশায় মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা” এবং “সুন্দর সুখী সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা সব সময় প্রস্তুত” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রক্তযোদ্ধা ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাওন হোসেন বাবু'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী এভারকেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন আজিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী আব্দুল খালেক, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ইব্রাহিম হোসেন, গিয়াস উদ্দিন (অব: সার্জেন্ট), , আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা আহসান হাবিব, সাংবাদিক মাসুদ রেজা শিশির, সাংবাদিক রতন মাহমুদ, রায়হান মন্ডল, রিয়ান মাহমুদ রুবেল, শহিদুল ইসলাম, শামীম আহমেদ ও খায়রুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে কেক কাটা এবং অতিথি ও স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশনের কার্যকরী ও কার্যনিবাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ