• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনীতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ খুন

ফেনী প্রতিনিধি    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনীর ফরহাদ নগর ইউনিয়নের নৈরাজপুর ৮ নম্বর ওয়ার্ডে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক গৃহবধূ খুন হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাহানারা বেগম (৫৫) প্রয়াত আব্দুল কাদের মাবু মেম্বারের স্ত্রী। পারিবারিক জমি নিয়ে তার পরিবারের সঙ্গে চাচা আব্দুর রহিম (৫৫) ও তার ছেলে আব্দুল আহাদের (২৭) বিরোধ চলছিল।

ঘটনার দিন বিকেলে প্রতিপক্ষ জোরপূর্বক মাবু মেম্বারের ক্রয়কৃত জমি ভরাট করতে গেলে বাধা দেন জাহানারার সন্তানরা। এ সময় আব্দুর রহিমের নেতৃত্বে আব্দুল আহাদ, আব্দুল খালেক, শিপন, হাসিনা আক্তার ও নাসিমা আক্তার দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে প্রথমে জাহানারার দুই ছেলে জাফর আহম্মেদ (৩৮) ও প্রবাসী পেয়ার আহম্মেদ (৪১) আহত হন। পরে বাড়ির বাইরে দরজা আটকে দিয়ে জাহানারা বেগমের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসামিদের হাতে লাঠি, হকস্টিক, রামদা ও দেশীয় অস্ত্র ছিল। পরিকল্পনার মূল হোতা ছিলেন আব্দুর রহিম। তার ছেলে আহাদ প্রথম আঘাত করে এবং শিপন ইট দিয়ে আঘাত করলে জাহানারা মারা যান। স্থানীয়রা অভিযোগ করেন, শিপন রাজনৈতিক পরিচয় বদলে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল।

এর আগে ২০২২ সালের ৭ জানুয়ারিও একই পরিবারের বিরোধে জাহানারার স্বামী আব্দুল কাদের মাবু মেম্বারকে হত্যা করা হয়েছিল। শুক্রবারের ঘটনাটি সেই ঘটনার পুনরাবৃত্তি বলে দাবি করেছে পরিবার।

নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এ বিষয়ে ওসি (তদন্ত) সজল কান্তি বলেন, “মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
সংকটে রাজশাহীর প্রাথমিক শিক্ষাব্যবস্থা
সংকটে রাজশাহীর প্রাথমিক শিক্ষাব্যবস্থা