উত্তরায় বিমান বিধ্বস্ত
মাইলস্টোনের আরও ২ শিক্ষার্থী হাসপাতাল থেকে ছাড়া পেলো


রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমানের বিধ্বস্ত ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী-দগ্ধ হাফসা খাঁন (১১) ও মো. রাইয়ান (১৪)-হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। হাফসা চতুর্থ শ্রেণির এবং রাইয়ান অষ্টম শ্রেণির ছাত্র।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের দু’জনের শরীরের প্রায় ২২ শতাংশ অংশে ফ্লেইম বার্ন হয়েছিল। এখন পর্যন্ত সুস্থ অবস্থায় ২৫ জনকে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হয়েছে এবং ১১ জন এখনও ভর্তি আছেন। এ ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে।
গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমানের বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে বহু শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন এবং দগ্ধ হন।
ভিওডি বাংলা/জা