• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাধ্য হয়ে ভারতকে ইলিশ দিতে হচ্ছে : ফরিদা আখতার

ঠাকুরগাঁও প্রতিনিধি    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পি.এম.
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার বরাদ্দ আছে ৩২ হাজার। বাকি টাকা কোথা থেকে আসবে। এই বরাদ্দের সমস্যা উদ্যোগ নেয়া হবে। এ সামান্য দাবি মানতে না পারলে এটা আমাদের জন্য ব্যর্থতা। 

এবারও দূর্গা পূজা উপলক্ষে ভারত বারবার অনুরোধ করেছে। ইলিশ প্রধানের জন্য। তারই প্রেক্ষিতে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমতি পত্র চেয়েছেন। সেকারণে ১২ শ মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। 
একদিকে দুর্গাপূজা তরা আমাদের প্রতিবেশী সবকিছু মিলিয়ে আমরা ইলিশ মাছ দিতে বাধ্য হয়েছি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদরের বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, আমি আগেও বলেছি এখনো বলছি আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে। আমরা চেস্টা করছি মাছ উৎপাদন বাড়াতে। এছাড়াও এ এলাকার মানুষের চাহিদা অনুযায়ী কুচিয়া, কাকরাসহ নতুন কিছু উৎপাদন করা যায় কি না সেটা নিয়ে ভাবছি। 

অভয়াশ্রমগুলো কিভাবে রক্ষনাবেক্ষন করা যায় সে বিষয়ে জড়ালো প্রদক্ষেপ নেয়া হবে। বাড়ানো হবে বরাদ্দ। 

এসময় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম,সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, নিউজ বাংলার জেলা প্রতিনিধি সোহেল রানাসহ অনেকে।

এর আগে অভয়াশ্রমে মৎস্য অবমুক্ত করেন মৎস্য উপদেষ্টা। পরে তিনি মৎস্য অভয়াশ্রম ঘুরে দেখেন

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটিইউ প্রধানের দায়িত্ব নিলেন রেজাউল করিম
এটিইউ প্রধানের দায়িত্ব নিলেন রেজাউল করিম
নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের অভিনন্দন
নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের অভিনন্দন
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার