বাঁশখালীতে মাদক ও অনলাইন কেসিনো নির্মূলে সর্বদলীয় বৈঠক


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জঙ্গল পাইরাং বড়পুকুরপাড়া, ছাড়িয়া পাড়া, আব্বাসপাড়া ও হিন্দুপাড়ায় মাদক ও অনলাইন কেসিনো নির্মূলের লক্ষ্যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এলাকার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, ব্যতিক্রম ফাউন্ডেশনের সভাপতি ও সংগঠনের সদস্য নুর মোহাম্মদ নয়ন, অর্থ সম্পাদক আব্দুল হান্নান মামুন, আবু তালেব, এলাকাবাসীর প্রতিনিধি ফিরোজ আহমদ, সিরাজুল মোস্তফা, আব্দুর রশিদ, জালাল আহমদ, আব্দুল কাদের, রফিকুল ইসলাম, ইউনুস তালুকদার, মুস্তাক আহমদ, নজির আহমদ, আব্দুল মালেক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য মারাত্মক বিষফোঁড়া। এটি শুধু তরুণ সমাজকেই নয়, পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূল না করা গেলে অচিরেই আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাবে।
তাঁরা আরও জোর দিয়ে বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনে নামতে হবে। একই সঙ্গে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, “কোনভাবেই মাদক ব্যবসা ও সেবনকারীদের প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে।
বৈঠক শেষে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে লাগাতার অভিযান পরিচালনা করা হবে এবং স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার করা হবে। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হয় এবং সচেতন নাগরিক সমাজের উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।
বৈঠকে সমাজে মাদক নির্মূলের লক্ষ্যে দুটি কমিটি গঠন করা হয় এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ