• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

বিনোদন ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ এ.এম.
বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন-ছবি সংগৃহীত

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি চার সন্তান ও অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।

তার ছেলে ইমাম জাফর নোমানী ফেসবুকে এক পোস্টে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন, ‘আম্মা আজ রাত ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ আম্মার সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন তাকে ডায়ালিসিস করতে হতো। গত ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালিসিসের জন্য তাকে রাজধানীর মহাখালী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। গত বুধবার অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফরিদা পারভীন বাংলাদেশের লোকসংগীত, বিশেষ করে লালনগীতি পরিবেশনার জন্য সর্বজনবিদিত ছিলেন। তার মৃত্যু দেশের সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থান জানালেন ছেলে জাফর
ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থান জানালেন ছেলে জাফর
চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আহত অভিনেত্রী কারিশমা
চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আহত অভিনেত্রী কারিশমা
নতুন বিতর্কে কপিল শর্মা, এবার হুমকি নিজ রাজ্যে
নতুন বিতর্কে কপিল শর্মা, এবার হুমকি নিজ রাজ্যে