জাকসুতে একসঙ্গে জয়ী হলেন স্বামী-স্ত্রী


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে একসঙ্গে জয়ী হয়েছেন এক দম্পতি। শিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে হাফেজ তারিকুল ইসলাম কার্যকরী সদস্য এবং তার স্ত্রী নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে বিজয় অর্জন করেন।
তারিকুল ইসলাম গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯-২০) মাস্টার্স শিক্ষার্থী ও জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক। অপরদিকে, তার স্ত্রী নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (সেশন ২০২০-২১) চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষিত ফলাফলে দেখা যায়, সহসভাপতি (ভিপি) হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।
এবারের নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বাকি চারটি পদে দু’টি গেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও দুটি স্বতন্ত্র প্রার্থীর ঝুলিতে।
প্রসঙ্গত, এর আগে ডাকসু নির্বাচনে একই সংগঠনের প্যানেল থেকে আরও এক দম্পতি জয়ী হয়েছিলেন।
ভিওডি বাংলা/জা