আজকের আবহাওয়া
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা


ঢাকাসহ দেশের সব বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৭টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও বজ্রপাতসহ বৃষ্টিও হতে পারে।
এতে আরও বলা হয়, হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে নদীপথে চলাচল কিছু সময়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার নৌযান ও যাত্রীদের সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টি ও ঝড়বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলেও তাৎক্ষণিকভাবে তীব্র হতে পারে। এজন্য উপকূলবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় অবস্থান করা থেকে বিরত থাকতে এবং বজ্রপাত থেকে সাবধান থাকতে বলা হয়েছে।
সাধারণ মানুষ ও নৌপথ ব্যবহারকারীদের জন্য নিয়মিত আবহাওয়ার আপডেট শুনে চলাচল ও সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।
ভিওডি বাংলা/জা