গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬২ ফিলিস্তিনি নিহত


গাজা সিটি দখলের উদ্দেশ্যে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি বাহিনীর হামলার তীব্রতা। গত ২৪ ঘণ্টায় জাতিসংঘ পরিচালিত স্কুল-আশ্রয়কেন্দ্রসহ গাজার বিভিন্ন স্থানে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৬২ জন ফিলিস্তিনি। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৯ জন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজা শহরে হামলার ভয়াবহতা এতটাই ছিল যে অন্তত ছয় হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, বোমাবর্ষণ ও অবরোধের কারণে মানুষ অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। প্রতি ১০ থেকে ১৫ মিনিট পরপর আবাসিক ভবন ও জনসমাগমস্থলে হামলা চালানো হচ্ছে, আর মানুষকে সরতে পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না।
সবচেয়ে বড় হামলাগুলো চালানো হয় জাতিসংঘ পরিচালিত তিনটি স্কুলে, যেখানে শরণার্থীরা আশ্রয় নিয়েছিল। এ ছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে আরও সাতজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একাধিক শিশুও রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে অনাহার ও অপুষ্টিতে এখন পর্যন্ত ৪২০ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১৪৫ জন শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৪ হাজার ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৬৩ হাজার মানুষ।
ভিওডি বাংলা/জা