• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে  তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা সাইকেল চালক ও এক মহিলা নিহত হয়েছে। এবং শনিবার সন্ধ্যায় পর কুমারখালী কালু মোড়ে ট্রাক ও ইজিবাইক  দুর্ঘটনায়  আরও দুইজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) কাজীপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেল চালক বৃদ্ধা ইব্রাহিম নিহত হন। অপর দিকে কুমারখালী দুর্গাপুর এলাকায় ভ্যান আর বালুর ট্রাক এক্সিডেন্ট মর্জিনা নামে এক মহিলা নিহত হয়।

শনিবার সন্ধ্যা দিকে  কুমারখালী পৌর এলাকার কাজীপাড়া মোড় ও দুর্গাপুর প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইকেল চালক মোঃ ইব্রাহিম (৭০) শিলাইদহ ইউনিয়নের মৃত রজব আলীর ছেলে ও সদকী ইউনিয়নের সন্তোষপুর গ্ৰামের মর্জিনা খাতুন । অপর দিকে কালু মোড়ে ট্রাক ও ইজিবাইক চালক আশরাফ ও  আশাদুর নাম দুই জন গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কাজীপাড়া মোড় পার হাওয়ায় সময় মোটরসাইকেলে সঙ্গে ধাক্কা লেগে বৃদ্ধা ইব্রাহিম মারা যায়। অপরদিকে একই দিনে দুর্গাপুর প্রাইমারি স্কুলের সামনে  ভ্যানের সঙ্গে বালুর ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মর্জিনা নামে এক মহিলার মৃত্যু হয়।

অপরদিকে শনিবার রাত ৮ টার দিকে কুমারখালী আলাউদ্দিন নগর সংলগ্ন কালু মোড়ে ইজিবাইক ও ট্রাক দুর্ঘটনায় দুই জন গুরুতর আহত হয়ে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়ারত রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, শনিবার রাত ৮ টার দিকে কালু মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই আহত হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আবু ওয়াযেদ বলেন, পুলিশের টিম পাঠানো হয়েছে। সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। টিম না আসা পর্যন্ত কিছু বলছে পারছিনা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল