• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরিবর্তনের জন্য নির্বাচন দরকার: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পি.এম.
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ-ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, অন্তত তিনটি সুষ্ঠু নির্বাচন হয়েছে দেশে, কিন্তু পরাজিতরা তা মেনে নেননি। প্রতিষ্ঠান তৈরি না হওয়ায় দেশ এখনও গণতান্ত্রিক রূপান্তরে পৌঁছায়নি। পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন, তবে সেটিই যথেষ্ট নয়।   

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা জানান।

অন্যদিকে, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, “রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া ঐক্য কার্যকর করা সম্ভব নয়। তিনি ছাত্র ও শিক্ষকরা তাদের মূল দায়িত্বে থাকাকেই গুরুত্বপূর্ণ মনে করেন এবং জাকসু নির্বাচনের উদাহরণ তুলে ধরেন।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা বলেন, “রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা ঠিকভাবে পূরণ করতে পারছে না।”

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, “সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা দূর করতে আইনি বাধ্যবাধকতা থাকা প্রয়োজন। তিনি জানান, জনগণ জাতীয় ঐকমত্যের প্রতি দৃঢ় আকাঙ্ক্ষা রাখছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
বাংলাদেশ পুলিশের ৪ কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ পুলিশের ৪ কর্মকর্তার পদোন্নতি
বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহতের স্ত্রীকে মেট্রোরেলে চাকরি
বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহতের স্ত্রীকে মেট্রোরেলে চাকরি