• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আশুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সন্ধ্যায় দিকে আশুগঞ্জ থানার একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে পুলিশের হাতে ধরা পড়ে এক মাদক কারবারী। পরে তার হেফাজত থেকে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ শহিদ মিয়া (৩২)। তিনি কিশোরগঞ্জ সদর থানাধীন হাজিরগল (মাইজকাপন) এলাকার বাসিন্দা এবং পিতা মোঃ কামাল মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে একজন মাদক কারবারীকে ইয়াবাসহ আটক করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে ৮০ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক
নড়াইলে ৮০ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক
ফেনীর বালুভর্তি ট্রাক জব্দ করে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার
ফেনীর বালুভর্তি ট্রাক জব্দ করে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় (ডিবি) অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় (ডিবি) অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার