• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনীতে সাংবাদিক মাহবুবুল হকের স্মরণসভা ও দোয়া মাহফিল

ফেনী প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, অবিসংবাদিত সাংবাদিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক মাহবুবুল হক পেয়ারার ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিমের সভাপতিত্বে এবং সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন—সাপ্তাহিক ফেনী সংবাদ-এর প্রকাশক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর হোসেন মীরু, সাবেক সভাপতি আবু তাহের, মরহুমের ছোট ছেলে ইমন উল হক, জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এবং জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ।

এছাড়া মাহবুবুল হক পেয়ারার জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন আবু তাহের ভূঁইয়া, রবিউল হক রবি, কামাল উদ্দিন ভূঁইয়া, ফিরোজ আলম, শাহাদাত হোসেন, আরিফুর রহমান ও ক্রীড়া সংগঠক অধ্যাপক টুটুলসহ অনেকে।

বক্তারা বলেন, মাহবুবুল হক পেয়ারা ছিলেন আপাদমস্তক নিবেদিতপ্রাণ সাংবাদিক। তাঁর মতো বহুমুখী প্রতিভার অধিকারী মানুষের আজও প্রয়োজন রয়েছে। তিনি শুধু সাংবাদিকই নন, ছিলেন সংগঠক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব এবং সমাজসেবক। বহু সংগঠন ও প্রতিষ্ঠানের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক। বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের সাংবাদিকদের তাঁর জীবন থেকে অনেক কিছু শেখার আছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল