• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা ২০ শতাংশ পাল্টা শুল্কের বিষয়ে আলোচনা করতে রোববার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল। ঢাকায় সফরের সময় উভয় পক্ষের মধ্যে এই খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন দিনের এ সফরে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআরের সঙ্গে এর আগে অনুষ্ঠিত আলোচনা থেকে একটি প্রাথমিক খসড়া চুক্তি তৈরি হয়েছে।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, তাদের সফরকালে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক আরো কমানোর বিষয়ে আলোচনা হবে। ইউএসটিআরের প্রতিনিধিদল দুই দিনের সফরে ১৪ সেপ্টেম্বর ঢাকায় আসবে। বাংলাদেশের ওপর আরোপিত শুল্কহার আরো কমানোর বিষয়ে তাদের সঙ্গে নেগোসিয়েশন করব।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইউএসটিআর কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাণিজ্য চুক্তির একটি খসড়া তৈরি করা হয়েছে। নতুন করে নেগোসিয়েশনে দুই পক্ষ একমত হলে, খসড়ায় প্রয়োজনীয় সংশোধন এনে তা চূড়ান্ত করা হবে।

ঢাকা সফরকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলটি বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিবের সঙ্গেও বৈঠক করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাস্তাঘাট অবরোধকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাস্তাঘাট অবরোধকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক