• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেনাবাহিনীর আর্থিক অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাহাড়ের প্রত্যন্ত জনপদে শিক্ষার প্রসারে মানবিক উদ্যোগের অংশ হিসেবে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ফটিকছড়ি-লক্ষীছড়ি সীমান্তবর্তী এলাকায় প্রতিষ্ঠিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে ভালো ফলাফল করায় শিক্ষকদের পুরস্কৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক অনুদান, শিক্ষা সহায়ক (ল্যাপটপ, প্রজেক্টর এবং প্রজেক্টর স্ক্রীন) ও খেলাধুলার সামগ্রী (ফুটবল এবং ক্যারামবোর্ড) প্রদান করেন লক্ষীছড়ি সেনা জোন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী, সংবর্ধনা ও অনুদান বিতরণ করেন লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম।

এসময় তিনি বলেন, 'এই উদ্যোগ বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের পাহাড়ি ও বাঙালী ছাত্র-ছাত্রীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে দলগত চেতনা, শৃঙ্খলা, নেতৃত্বের গুনাবলী এবং শিক্ষার প্রতি আগ্রহ বহুগুনে বৃদ্ধি পাবে'। এছাড়াও আর্থ সামাজিক উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখবে এবং সামাজিক সম্প্রীতি ও মেলবন্ধন গড়ে তুলতে এই ধরনের মহতী কাজে লক্ষীছড়ি সেনা জোন সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন জোন কমান্ডার।

এসময় বাইন্যাছোলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর সাইয়েফুর রহমান তুর্য, সাবেক ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হুদাসহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ফৌজিয়া রহমান চৌধুরী বুশরা মাধ্যমিক ও উচ্চ  মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করেন। অত্র বিদ্যালয়ের ০২ জন শিক্ষার্থী খাগড়াছড়ি জেলা অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের সদস্য যারা রাজশাহী বিভাগে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ে অনুর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। লক্ষীছড়ি উপজেলার কৃতি ফুটবলার ক্রাথুইপ্রু মারমা এবং ক্রউচিং মারমাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এধরনের মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য লক্ষীছড়ি জোনের ভূয়সী প্রশংসা করেছেন বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগেশ্বরীতে বাল্যবিয়ে বন্ধে সংবেদনশীল সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিয়ে বন্ধে সংবেদনশীল সভা অনুষ্ঠিত
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনে লড়ছেন ৪১ নারী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনে লড়ছেন ৪১ নারী