• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে আগুনে পুড়ে ৫টি পরিবার নিঃস্ব

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা বিষানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুড়ে যাওয়া পরিবারগুলো হলো—ছাবের আহমদ, মোস্তফা আলী, আহমদ উল্লাহ, রফিক আহমদ ও আবদুল কাদের।

মুহূর্তের মধ্যে আগুন পুরো এলাকা গ্রাস করলে তাদের গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার বেশি।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল, দানশীল ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কাছে জরুরি সহযোগিতার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। 

এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, “প্রথমে আমাদের কেউ সরাসরি খবর দেয়নি। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিই। বশির উল্লাহ মিয়াজি বাজার পর্যন্ত পৌঁছালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি যে, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাই আমরা ফিরে আসি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

বাহারচরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মাবুদ বলেন, খুবই দুঃখজনক হলেও সত্যি যে, বাঁশখালা এলাকার সবচেয়ে গরীব ৫টি পরিবারের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আমি সরেজমিনে এসে চোখের পানি ধরে রাখতে পারি নাই, পুরা ৫টি পরিবার একনিমিশে শেষ হয়ে যাবে এটা কেউ কল্পনাও করে নাই। আমার পরিষদ থেকে তাৎক্ষণিক কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এই সব পরিবার গুলোকে উপজেলা প্রশাসন ও এলাকার বিত্তশালীদের আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য আহবান করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হলুদের বাম্পার ফলনের সম্ভাবনা
হলুদের বাম্পার ফলনের সম্ভাবনা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে সিভিক ফাউন্ডেশনের মতবিনিময়
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে সিভিক ফাউন্ডেশনের মতবিনিময়
কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা, আটক ২
কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা, আটক ২