• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খুলে দেয়া হয়েছে ৪৪ জলকপাট

বিপৎসীমার ওপরে তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাটে তিস্তা পাড়ের বেশ কিছু নিচু এলাকা তলিয়ে গেছে। পানি নিয়ন্ত্রণে রাখতে এরইমধ্যে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী, লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে পানির সমতল দাঁড়িয়েছে ৫২.১৮ মিটার, যা বিপৎসীমা (৫২.১৫ মিটার) থেকে ৩ সেন্টিমিটার ওপরে। 

এর ফলে নিচু এলাকার বসতবাড়ি, কৃষকের রোপা আমন এবং শাক সবজিসহ বিভিন্ন ক্ষেত খামার তলিয়ে গেছে। লালমনিরহাট সদর ও হাতীবান্দা উপজেলার কয়েকটি ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

হাতীবান্ধা সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর ইসলাম গণমাধ্যমকে বলেন, তার ইউনিয়নে প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। মানুষের কষ্ট লাঘবে জরুরি ত্রাণ সহায়তার প্রয়োজন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢল ও বৃষ্টির কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। তবে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ
ফেনীতে সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ
জীবনের নিরাপত্তা চান প্রবাস ফেরত পপি আক্তার
জীবনের নিরাপত্তা চান প্রবাস ফেরত পপি আক্তার
দুর্গা পূজায় ভারতের অনুরােধ ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানো হবে: ফরিদা আখতার
দুর্গা পূজায় ভারতের অনুরােধ ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানো হবে: ফরিদা আখতার