• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২৮ জনের

নিজস্ব প্রতিবেদক    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি বছরের আগস্ট মাসে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় ৪২৮ জন নিহত এবং ৭৯১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৬৮ জন ও শিশু ৩৪ জন। সড়ক দুর্ঘটনার পাশাপাশি নৌপথে ১৯টি দুর্ঘটনায় ২৩ জন এবং রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে রোড সেফটি ফাউন্ডেশন এই পরিসংখ্যান প্রকাশ করেছে। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে। এতে দেখা যায়, আগস্ট মাসে মোট ৪৫১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

আগস্ট মাসে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় ৪২৮ জন নিহত এবং ৭৯১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৮ জন নারী এবং ৩৪ জন শিশু রয়েছে। একই সময়ে ১৯টি নৌ-দুর্ঘটনায় ২৩ জন নিহত, ১৭ জন আহত এবং ৯ জন নিখোঁজ রয়েছেন। রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ১১ জন আহত হন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা
এভারকেয়ারে কমছে খালেদা জিয়ার উৎসুক জনতার ভিড়
এভারকেয়ারে কমছে খালেদা জিয়ার উৎসুক জনতার ভিড়
গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন এইচ এম এরশাদ
স্বৈরাচার পতন দিবস: গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন এইচ এম এরশাদ