• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাইবান্ধায় স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবসান, যুবকের দুধ দিয়ে গোসল

গাইবান্ধা প্রতিনিধি    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবসান ঘটিয়ে যুবকের দুধ দিয়ে গোসলের একটি  ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানাযায় উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়তই ঝগড়াঝাটি লেগেই থাকতো।  এলাকা সূত্রে জানা যায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে তালাক দেওয়ার পর লিটন ফারাজি নামের এক যুবক ৪০ কেজি দুধ কিনে তা গোসলের ব্যবস্থা করেন।

স্থানীয় সূত্র জানায় গত ১১ সেপ্টেম্বর  বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। গ্রামবাসী বিষয়টি দেখে হতবাক হয়ে যায়। অনেকে ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে অদ্ভুত ও হাস্যকর বলে মন্তব্য করছেন, আবার কেউ সমাজে নেতিবাচক বার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল