ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে ডকুমেন্টারি প্রদর্শন


কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট, এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় “প্রামাণ্য ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে জন সচেতনতা তৈরি" ডকুমেন্টারী প্রদর্শনী, অভিাবক ও কিশোর -কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মধ্য খোঁচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাঙ্গামোড় ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহিদেব যুব সমাজ কল্যান সম্মিতি চাইন্ড নট ব্লাইট প্রজেক্টের ভাঙ্গামোড় ইউনিয়নের ফিল্ড ফেসিলেটর জাহিদুল ইসলামের সঞ্চালনায় মধ্য খোঁচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে অভিভাবক ও কিশোর-কিশোরী সমাবেশে বক্তব্য রাখেন,মধ্য খোঁচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আজিম উদ্দিন, ভাঙ্গামোড় ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোতালেব শেখ, ইউপি সদস্য মালেক সরদার, ভাঙ্গামোড় ইউনিয়ন যুব সংগঠনের কার্যনির্বাহী সদস্য রোকন সরকার সহ আরো অনেকে।
সমাবেশ শেষে ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও গরিব মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
ভিওডি বাংলা/ এমএইচ