• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘জাতীয় পার্টির মাধ্যমে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে’

নিজস্ব প্রতিবেদক    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পি.এম.
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, এর মাধ্যমে চব্বিশের অভ্যুত্থানকে অস্বীকার করা হচ্ছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘সেনাবাহিনীর অধিকাংশ জওয়ান, সিপাহী, জুনিয়র অফিসাররা দেশপ্রেমিক। কিন্তু সশস্ত্র বাহিনীর উপরের দিকে একটা ক্রিমিনাল গ্যাং আছে, যাদের আমি দিল্লির গোলাম বলি সবসময়। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়।’

ব্যারিস্টার ফুয়াদ যোগ করেন, ‘তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য প্রথমে কোনো একটা পরিশুদ্ধ সাপের মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ বানাতে চেয়েছিল। কিন্ত আওয়ামী লীগের পরিশুদ্ধ সাপ না পাওয়ার কারণে তারা এখন জাতীয় পার্টির ওপর ভর করেছে। জাপাকে দিয়ে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়।’

আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও জাতীয় পার্টির শীর্ষ নেতারা ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন। দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে মামলা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতারে উদ্যোগ নেয়নি।

এ প্রসঙ্গে দেশের আলোচিত রাজনীতিবিদ ফুয়াদ বলেন, ‘জিএম কাদের অ্যারেস্ট হয়নি কেন, (আনোয়ার হোসেন) মঞ্জুর এত দ্রুত জামিন হলো কীভাবে। যারা অভ্যুত্থানের পর ৬০০ লোককে আশ্রয় দিয়েছিল, তাদের কারণেই এসব হচ্ছে।’

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের নির্বাচনী মিছিলে জনতার ঢল
খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের নির্বাচনী মিছিলে জনতার ঢল
নির্বাচনে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ: নজরুল ইসলাম খান
নির্বাচনে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ: নজরুল ইসলাম খান