• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের অন্তর্বর্তী সরকার এখন কুসংস্কারের পথে এগোচ্ছে : গয়েশ্বর

এশিয়া কাপের সুপার ফোরে উঠতে বাংলাদেশের সমীকরণ

স্পোর্টস ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়েই দিয়েছিল হংকং। যদি তা ঘটত, বাংলাদেশি ক্রিকেটভক্তরা সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা নিয়ে আরও আশাবাদী হতে পারতেন। যদিও শেষ পর্যন্ত সেটি হয়নি, তবু এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। তবে সুপার ফোরে যেতে হলে টাইগারদের সামনে রয়েছে বেশ কিছু যদি-কিন্তু শর্ত।

আজ (১৬ সেপ্টেম্বর) গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার ফোরে উঠতে প্রথম শর্তই হলো-এই ম্যাচে জয় নিশ্চিত করা। তবে পরিসংখ্যান বলছে, আফগানদের বিপক্ষে সাম্প্রতিক ফলাফল বাংলাদেশের জন্য খুব সুখকর নয়। তার ওপর ভেন্যুটিও আফগানিস্তানের জন্য অনেকটা হোম গ্রাউন্ডের মতো।

অবশ্য ম্যাচ জিতলেই হবে না। সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। বর্তমানে ২ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট শ্রীলঙ্কার। আফগানদের বিপক্ষে জয় পেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে লংকানরা। সেক্ষেত্রে বাংলাদেশ আজ যেকোনো ব্যবধানে জিতলেও সমস্যা হবে না।

কিন্তু যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আফগানিস্তান জেতে, তবে বাংলাদেশ আজ জিতলে শ্রীলঙ্কা সহ ৩ দলেরই পয়েন্ট সমান ৪ হবে। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট। আর এখানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলই বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে। ফলে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার চেষ্টা করতে হবে টাইগারদের।

অন্যদিকে, যদি বাংলাদেশ হেরে যায়, তাহলে সব হিসাবই শেষ। সেক্ষেত্রে ২ পয়েন্টেই থেমে যাবে টাইগারদের যাত্রা, আর শ্রীলঙ্কা ও আফগানিস্তান-দুই দলই আগেই ৪ পয়েন্টে পৌঁছে যাবে। ফলে বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার কোনো সুযোগই পাবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবকে ছাড়িয়ে চূড়ায় ওঠার অপেক্ষায় লিটন
সাকিবকে ছাড়িয়ে চূড়ায় ওঠার অপেক্ষায় লিটন
হঠাৎ জরুরি বৈঠকে বিসিবি, কারণ কী?
হঠাৎ জরুরি বৈঠকে বিসিবি, কারণ কী?
মিরাজ থাকছেন না এনসিএলের শুরুতে
মিরাজ থাকছেন না এনসিএলের শুরুতে