৪৭তম বিসিএস লিখিত:
১৮-১৯ সেপ্টেম্বর সকালের কর্মসূচি স্থগিত করল জামায়াত


আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ঘোষিত কর্মসূচির সময়সূচি সাময়িকভাবে পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। তবে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার কারণে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালবেলায় কোনো ধরনের বিক্ষোভ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে-১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর। কিন্তু বিসিএস পরীক্ষার স্বার্থে সকালবেলা কোনো বিক্ষোভ হবে না; কর্মসূচি শুধুমাত্র বিকেলে অনুষ্ঠিত হবে।
দলটি আশা প্রকাশ করেছে যে, পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারবে এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন।
ভিওডি বাংলা/জা