খাগড়াছড়ি বহুমুখী কল্যাণ সমিতি লিঃ এর পরিচালনা কমিটি গঠন


খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে "খাগড়াছড়ি জেলা পরিবহন মালিক ও চালক সহকারী বহুমুখী কল্যাণ সমিতি লিঃ" পরিচালনার ত্রি- বার্ষিক কমিটি গঠন করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকার ৪টায় খাগড়াছড়ি জেলা পরিবহন মালিক ও চালক সহকারী বহুমুখী কল্যাণ সমিতি লিঃ এর নিজস্ব কার্যালয়ে সমিতির উপদেষ্টা সম্পাদক মন্ডলি এম.এ.করিমসহ মালিক ও চালক সহকারী সকল সদস্যদের উপস্থিততে সভাপতি মোঃ ইউনুছ কোম্পানি ও সাধারণ সম্পাদক তৈয়ব ড্রাইবার, এবং সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে প্রবীন সদস্য ও সহসভাপতি ওসমান,সদস্য আলতাফ,রহিম, দুলালসহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে মৃত আফছার ড্রাইভার ও সংগঠনের সাবেক সভাপতি চারুমিয়ার স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
নতুন কমিটির সভাপতি মোঃ ইউনুছ কোম্পানি বক্তব্যে বলেন অতিতে কে-কি করেছে আমার জানা নাই। আজ থেকে এই সংগঠনের দায়িত্বে আমাকে আপনারা সম্মানিত করেছে।
এই সংগঠনের পক্ষে মালিক,চালক,সহকারী দরিদ্র সদস্যদের এক কালিন অর্থ প্রদান, চিকিৎসা সহায়তা, মেধাবী দরিদ্র ছাত্র/ছাত্রীদের সহায়তা, হতদরিদ্র পরিবারের ছেলে/মেয়েকে বিয়ের সময় এককালিন সহায়তা,সহ সামাজিক নানা কর্মসুচী গ্রহন করে থাকেন।
এই সংগঠন আরো ব্যাপক ভাবে উন্নয়ন করার লক্ষে সকলের সহযোগিতা প্রত্যাসা করছেন । সংগঠনের সভাপতি মোঃ ইউনুছ কোম্পানি।
ভিওডি বাংলা/ এমএইচ