• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্রীড়া কর্মসূচি প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে দেশের প্রতিটি জেলায় বরাদ্দকৃত ৩ লাখ ৩০ হাজার টাকা ও বিভাগীয় আটটি জেলায় ২ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দকৃত অর্থ খরচ না করে কর্মকর্তাদের মধ্যে ভাগ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে একটি এনফোর্সমেন্ট টিম। দুদক জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, টিমটি প্রকল্প সম্পর্কিত নথিপত্র সংগ্রহ করছে এবং প্রকৃত অনিয়ম উদ্‌ঘাটনে কাজ করছে। 

এ বিষয়ে ক্রীড়া পরিদপ্তরের সাবেক পরিচালক (যুগ্ম সচিব) আ ন ম তরিকুল ইসলামের নেতৃত্বে তদন্তও চলমান রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার