• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

বাঁশখালীতে পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশের মতবিনিময় সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম বাঁশখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঁশখালী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাঁশখালী পুলিশ প্রশাসনের উদ্যোগে থানা মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার ও সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম। 

আরও উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলার ৮৮টি পূজা মন্ডপ থেকে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিগন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, রামদাশ মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী, বাঁশখালী থানার অফিসার ও ফোর্স, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক জন্টু কুমার দাশ, সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রকৌশলী রনি সরকার এবং বাঁশখালী পূজা উদযাপন পরিষদের একাংশের আহবায়ক সন্ধ্যা রাণী দাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ।

মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ এলাকায় নিরাপত্তা নিশ্চিতকল্পে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বক্তব্যের শুরুতে আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বাঁশখালী উপজেলার সনাতদন ধর্মালম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পূজা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবোর্চ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন মর্মে আশ্বাস প্রদানের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সরকারি বিধি-নিষেধ মেনে চলারও আহবান জানানো হয়। এসময় অফিসার ইনচার্জের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপের জন্য একটি করে রেজিস্টার খাতা বন্টন করা হয়, যাতে করে পূজা চলাকালীন সময়ে পুলিশ, আনসার ও সেচ্ছাসেবকগনের ডিউটির বিষয়টি পর্যায়ক্রমে লিখে রাখতে পারে। জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য সরকারের বিভিন্ন সংস্থার গুরুতপূর্ণ নাম্বার সম্বলিত ফেস্টুন প্রতিটি পূজা মন্ডপের জন্য বিতরণ হবে বলেও ঘোষণা করা হয়।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের পক্ষ থেকে যেসকল সমস্যাগুলো তুলে ধরা হয়েছে সেগুলো সমাধানের লক্ষ্যে কাজ করা হবে মর্মে অফিসার ইনচার্জ এর পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দগণ সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাই একযোগে কাজ করার প্রতিশ্রুতির মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে বিআরটিসি বাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠিতে বিআরটিসি বাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ডের নবগঠিত কমিটি নিয়ে বিতর্ক
অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ডের নবগঠিত কমিটি নিয়ে বিতর্ক
পরিবেশ সুরক্ষায় তুহিন আলমের দৃঢ় পদক্ষেপে বদলে যাচ্ছে সিরাজগঞ্জ
পরিবেশ সুরক্ষায় তুহিন আলমের দৃঢ় পদক্ষেপে বদলে যাচ্ছে সিরাজগঞ্জ