ভাঙ্গায় কর্মসূচির শেষ দিনে যান চলাচল স্বাভাবিক, টহল জোরদার


সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় ঘোষিত তৃতীয় দফার তিন দিনের কর্মসূচির শেষ দিনে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) যান চলাচল স্বাভাবিক থাকলেও সড়কে যানবাহনের চাপ কিছুটা কম দেখা গেছে। এ সময় যেকোনো সহিংসতা এড়াতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদি ইউনিয়নের পুখুরিয়া ও হামিরদি এলাকায় স্বল্প সময়ের জন্য অবরোধ সৃষ্টি হলেও স্থানীয়রা পরে তা তুলে নেন। তবে ক্ষোভ প্রকাশ করে তারা পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মুক্তি, দায়ের করা মামলা প্রত্যাহার, প্রশাসনের হয়রানি বন্ধ এবং নতুন মামলা না দেওয়া।
অন্যদিকে, ভাঙ্গা গোলচত্বরসংলগ্ন মহাসড়ক এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যদের টহল জোরদার করা হয়।
এর আগে সোমবার রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠিয়ে জানান, আলগী ও হামিরদি ইউনিয়ন ফরিদপুর-৪ থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ধারাবাহিক আন্দোলন করছে।
প্রতিবেদনে সতর্ক করা হয়, আসন পুনর্বিন্যাস পুনর্বিবেচনা না করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির আশঙ্কা রয়েছে।
ভিওডি বাংলা/ আরিফ