টপ নিউজ
স্থগিত এনসিএল টি-টোয়েন্টি
স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পি.এম.


ছবি: সংগৃহীত
প্রথম আসরের সাফল্যের পর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে রাজশাহী ও বগুড়ার মাঠগুলোতে টুর্নামেন্টের ম্যাচগুলোতে দর্শক আগ্রহ অনেক বেশি ছিল। তবে টানা বৃষ্টির কারণে সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে।
গত ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় আসরের উদ্বোধন হয়। রাজশাহীতে ম্যাচে বৃষ্টির কারণে শুধু ৫ ওভার খেলা সম্ভব হয়। একই দিনে বগুড়ার ম্যাচটি বাতিল করা হয়। পরবর্তী দিনগুলোতেও আবহাওয়ার অশান্তির কারণে রাজশাহী ও বগুড়ার বেশিরভাগ ম্যাচ মাঠে গড়াতে পারেনি।
শেষ পর্যন্ত টুর্নামেন্ট কমিটি বৃষ্টির অনিশ্চিত অবস্থার কারণে এনসিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
ভিওডি বাংলা/জা