• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

এসো অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করি” শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাংশা উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে কাজী আব্দুল মাজেদ একাডেমীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক গাজী আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এ. মজিদ বিশ্বাস এবং সদস্য সচিব জনাব মোঃ জাহাঙ্গীর আলম শেখ।

আলোচনা শেষে সম্মেলনে উপস্থিত শিক্ষকরা নতুন কমিটি গঠণের লক্ষ্যে উন্মুক্ত প্রস্তাবনা দেন। পরে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচনে উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম (সোহরাব) সভাপতি, গোপালপুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক এবং মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এসময় উপস্থিত সকলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সারিয়াকান্দিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন
কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন