• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করল ছাত্রদল

ক্যাম্পাস প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা নিজেদের পছন্দের পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তবে কে কোন পদে দাঁড়িয়েছেন সেটা জানানো হয়নি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চাকসু নির্বাচন কমিশনের অফিস থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমাদের প্যানেল বা জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর আমরা সবাইকে জানিয়ে দেব।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় শেষ হওয়ার কথা। তবে মনোনয়ন সংগ্রহকারী শিক্ষার্থীদের অধিক উপস্থিতির কারণে মনোনয়ন সংগ্রহ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চাকসুর নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী।

গত দুই দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে ১৬৯ শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এরমধ্যে ভিপি পদে আটজন, জিএস পদে দুইজন এবং এজিএস পদে দুইজন মনোনয়ন সংগ্রহ করেছেন। মঙ্গলবার কতজন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছে, তা নির্বাচন কমিশন থেকে এখনো জানানো হয়নি।

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হবে গণনা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবির হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ প্রার্থী
রাবির হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ প্রার্থী
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিতে ইবি প্রশাসনের পদক্ষেপ
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিতে ইবি প্রশাসনের পদক্ষেপ
ইবি একাউন্টিং ক্লাবের বার্ষিক সভা ও বিদায় অনুষ্ঠান
ইবি একাউন্টিং ক্লাবের বার্ষিক সভা ও বিদায় অনুষ্ঠান