• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

যৌতুক মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন সানাইয়ের স্বামী

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

মডেল সানাই মাহবুবের বিরুদ্ধে যৌতুক ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় স্বামী আবূ সালেহ মূসা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মূসার পক্ষে জামিন শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম। শুনানিতে তিনি জানান, আসামি সংসার চালাতে চায় এবং বিষয়টি আপসযোগ্য। আদালতও আপসের শর্তে জামিন মঞ্জুর করেন।

শুনানিতে তিনি বলেন, আপনি (আদালত) মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছিলেন। আদালতের নির্দেশে আসামি আত্মসমর্পণ করেছেন। একটা হলফনামা দিয়েছি যে আসামি সংসার করতে চাই। আমরা বিষয়টি আপস করে ফেলব। তাই তার জামিন প্রার্থনা করছি।

সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, যৌতুক দাবির পাশাপাশি আসামি বাদীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে। সেই টাকার কী হবে? টাকা পয়সা নিয়েছে, আবার যৌতুক চাচ্ছে। তা ছাড়া, তিনি অপরাধ তো করেছেন।

এরপর আদালত আবূ সালেহ মূসার কাছে কয়েকটা প্রশ্ন করেন। জবাব দেন মূসা। আদালতের কাছে সংসার করার ইচ্ছার কথা জানান তিনি। আদালতে কথা বলেন সানাই মাহবুবও। এ সময় কান্নাকাটি করেন তিনি।

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত বলেন, এটা আপসযোগ্য মামলা। আসামি সংসার করতে চায়। তাকে সুযোগ দিতে হবে। পরে আপসের শর্তে আদালত তার জামিনের আদেশ দেন।

গত ৬ অগাস্ট সানাই মাহবুব আদালতে মূসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওইদিন আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ২৭ মে তারা বিয়ে করেন। বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি সোনা দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে স্বামী আবূ সালেহ মূসা টাকা চান। সেই সময় সানাই নিজের ১২ লাখ টাকা ও বাবার কাছ থেকে আরও ৭ লাখ টাকা এনে দেন। কিন্তু সেই টাকা সালেহ মুসা খরচ করে ফেলেন। পরবর্তী সময়ে তিনি সানাইয়ের কাছ থেকে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেটি দিতে অস্বীকার করলে সানাইয়ের ওপর শারীরিক-মানসিক নির্যাতন চালান। টাকা না দিলে সংসার না করার হুমকি দেন।

সানাইয়ের অভিযোগ, সংসার টিকিয়ে রাখতে বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু তার স্বামী ২২ লাখ টাকা দাবি করেই যাচ্ছেন। সংসার চালিয়ে নিতে গত ৭ ও ২২ জুলাই স্বামীকে লিগ্যাল নোটিশ পাঠান তিনি। নোটিশ পাওয়ার পরও সানাইয়ের আফতাবনগরের বাসায় গিয়ে মূসা টাকা দাবি করেন এবং না দিলে সংসার করবেন না বলে জানিয়ে দেন। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা ‎ফখরুলসহ ৭৭ নেতা মামলা থেকে অব্যাহতি
মির্জা ‎ফখরুলসহ ৭৭ নেতা মামলা থেকে অব্যাহতি
‘আপনি দাঁড়াইয়া যাবেন আমি বসাইয়া দিমু, সবাই ভাববে আমাদের খাতির নেই’
‘আপনি দাঁড়াইয়া যাবেন আমি বসাইয়া দিমু, সবাই ভাববে আমাদের খাতির নেই’
শেখ হাসিনার মামলায় সাক্ষ‍্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর
শেখ হাসিনার মামলায় সাক্ষ‍্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর